২৯ জুলাই এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে কাজের অগ্রগতি পরিদর্শন করতে যান এইউবি উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এ সময় তাঁর সাথে ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, রেজিস্ট্রার মহিউদ্দিন নুরুল আবসার, সিন্ডিকেট ও বোর্ড অব ট্রাস্টিজ মেম্বার এস এম ইয়াসিন আলী, স্থায়ী ক্যাম্পাস সমন্বয়ক ওয়াহিদুজ্জামান, পিআরও হাশিম রনি, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসান প্রমুখ।
উপাচার্য মহোদয় স্থায়ী ক্যাম্পাস কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং যথা সময়ে কার্যক্রম শেষ করার জন্য সংশ্লিষ্টদেরকে তাগিদ দেন ।
উল্লেখ্য, আসন্ন সেপ্টেম্বর মাসেই নতুন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হবে । নতুন ক্যাম্পাসে ভর্তিচ্ছুদেরকে বিশেষ ছাড়ে ভর্তি করা হবে।