বিশেষ খবর



Upcoming Event

বিআইডিএস’র বর্তমান গবেষণা ব্যয় ভবিষ্যতের জন্য বিনিয়োগ -পরিকল্পনামন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

গবেষণাকাজের জন্য চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) ১৫ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ টাকা দিয়ে প্রতিষ্ঠানটি ৩০টি গবেষণা সমীক্ষা পরিচালনা করবে। বিআইডিএস এর ৯৭তম বোর্ড অব ট্রাস্টিজ বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানিয়েছেন। আগের অর্থবছরগুলোয় এ খাতে বিআইডিএসকে গড়ে দুই কোটি টাকা বরাদ্দ দেয়া হতো। এ বছর তা বাড়িয়ে ১৫ কোটি ২৬ লাখ টাকা করা হয়েছে। বৈঠকে এ বছরের নভেম্বর থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ ও ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে বিআইডিএস এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স চালু করবে বলেও জানানো হয়।
বিআইডিএস বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার গবেষণা ব্যয়কে ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে দেখে। আমাদের অর্থনৈতিক চাহিদার সঙ্গে মিল রেখে গবেষণার বিষয়বস্তু ঠিক করতে হবে।
বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর রেহমান সোবহান গবেষণা বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক আখ্যা দিয়ে বলেন, দেশি-বিদেশি সব ধরনের গবেষককে সঙ্গে নিয়েই বিআইডিএসের এগিয়ে যেতে হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান বলেন, বিআইডিএসকে এভাবে এগিয়ে নিয়ে আসার প্রক্রিয়ায় প্রকৃত অর্থে আপামর জনসাধারণ উপকৃত হওয়ার সুযোগ পেল। গবেষণা ব্যয় বাড়ানোর ফলে বিআইডিএস এখন আরো গুণগত গবেষণা সম্পন্ন করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. ফরাসউদ্দিন।
মাস্টার্স কোর্স চালুর বিষয়ে বিআইডিএস’র মহাপরিচালক ড. খান আহমেদ সাঈদ মুরশিদ সভায় জানান, মাস্টার্স কোর্সের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে পরিকল্পনা বিভাগে ইতোমধ্যে নথি পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর নভেম্বর থেকেই প্রতিটি বিষয়ে ৫০ জন ছাত্রছাত্রী নিয়ে মাস্টার্স কোর্স শুরু হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব শফিকুল আজম, শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, বিআইডিএস’র গবেষণা পরিচালক ড. রুশিদান ইসলাম রহমান প্রমুখ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img