স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬ই আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ একাডেমি ভবনের নীচতলায় বিশ্ববিদ্যলয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
প্রধান অতিথির ভাষণে অধ্যাপক মান্নান বলেন, ১৯৭১ সালের পূর্বে ইতিহাসে বাঙালিরা কখনো স্বাধীন জাতি বা তাদের জাতি-রাষ্ট্র ছিলো না। যাঁর নেতৃত্বে আমরা সর্বপ্রথম আমাদের স্বাধীনতা লাভ করি তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না । তাই, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আমাদের স্বাধীনতা এক ও অবিচ্ছেদ্য।
সভাপতির ভাষণে প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, বঙ্গবন্ধু শুধু রাজনীতির কবিই নন, তিনি ছিলেন রাজনীতির মাস্টার্স স্ট্র্যাটেজিস্ট। বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে না থাকলেও তাঁর আদর্শ আমাদের সম্মূখে রয়েছে, যা বাঙালি জাতিকে যুগ-যুগ ধরে পথ দেখাবে।