নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইংল্যান্ড এর ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার এর মধ্যে ১১ অক্টোবর এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডঃ আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ্। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার এর মধ্যে অভ্যন্তরীণ শিক্ষক এবং পাঠ্যক্রমের আদান প্রদানের ব্যবস্থা তৈরি হয়েছে যা নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পিয়ার্সন এডুকেশন বাংলাদেশের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার মিঃ শাহীন রেজা ও কান্ট্রি ম্যানেজার মিঃ সাইদুর রহমান। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডঃ এ ওয়াই এম আব্দুল হক, উপ-উপাচার্য প্রফেসর ডঃ আনোয়ারুল করীম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অবঃ) একতেদার আহমেদ সিদ্দিকী, এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।