গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ Fall 2015 সিমেস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের গ্রিন অডিটোরিয়ামে উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্ণেল মোঃ আলী আম্বিয়াল হক খান (অবঃ) নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান ও বিশ^বিদ্যালয়ের নিয়ম-কানুন সম্পর্কে তাদের অবহিত করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকির গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হবার জন্য নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান বিশ্ব একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। আমাদের শিক্ষার্থীদের স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এ সুযোগ গ্রহণ করার জন্য উপযুক্ত হতে হবে।