ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ব্যবসা প্রশাসন, কলা ও মানবিক এবং বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদ এর ১৭৯ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বিগত সিমেস্টারের ফলাফলের ভিত্তিতে Best Performance Award Certificate বিতরণ করা হয়েছে। এ্যায়ার্ড প্রাপ্তদের মধ্যে A+ ৪১ জন এবং A ১৩৮ জন পেয়েছেন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ইউজিসি প্রণীত গ্রেডিং সিস্টেম অনুসরণ করে থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী এই সার্টিফিকেট বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নূরুল ইসলাম; কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী এবং বিশ্বদ্যিালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব ড. মুশফিক এম চৌধুরী এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ নিয়মিত এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং এই ভিত্তিতে পুরষ্কৃত শিক্ষার্থীদের শ্রেণি প্রতিনিধির দায়িত্ব দেয়া হয়।