বিশেষ খবর



Upcoming Event

বিশ্ববিদ্যালয় থেকেই ভবিষ্যৎ জীবনের সোপান গড়তে হবে -খুবি উপাচার্য

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

৫ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয়ের ২নং একাডেমিক ভবন অডিটরিয়ামে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
তিনি বলেন, স্কুল-কলেজের চেয়ে বিশ্ববিদ্যালয়ে অনেক বিশেষত্ব আছে। এখানে শিক্ষার্থীদের নিজেদের স্বাধীনতা আছে তাই বলে যথেচ্ছাচারের সুযোগ নেই। যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভালমন্দ বোঝার বয়স হয় এজন্য তাদের  নিজেদের ভবিষ্যতের সোপান এখান থেকেই গড়তে হবে।  শিক্ষার্থীরা যদি বিশ্ববিদ্যালয় জীবনের মূল্যবান সময়ের প্রতিমুহূর্ত জ্ঞান সাধনায় ব্যয় করে তবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর ভিন্ন পথে পা বাড়ালে জীবনের স্বপ্ন পরাজিত হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস, ল্যাব, হল, ক্যাম্পাসের সব স্থানেই শেখার আছে। প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান লাভের উন্মুক্ত স্থান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতন্ত্র আভিজাত্য থাকতে হবে। তাদের মধ্যে বিনয়, ভদ্রতা, শিষ্টাচারবোধ থাকতে হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথা অনুযায়ী উপাচার্য নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মোঃ এনামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান এবং নবাগত ও পুরাতন ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন নাজ জেররিল ঐশী ও আনভীর আলম। অনুষ্ঠানে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের অধীন ৮টির মধ্যে ৭টি ডিসিপ্লিন যথাক্রমে স্থাপত্য, রসায়ন বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইজ্ঞিনিয়ারিং, গণিত, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান ডিসিপ্লিন এর প্রধানগণ নবাগত শিক্ষার্থীদেরকে স্ব স্ব ডিসিপ্লিনের শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দেন। এর আগে ডিসিপ্লিনসমূহের পরিচিতি ও কার্যক্রমের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, ছাত্র-ছাত্রী, উপস্থিত ছিলেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img