বিশেষ খবর



Upcoming Event

শিক্ষা জাতীয় উন্নয়ন এজেন্ডার মূল ভিত্তি -শিক্ষামন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

শিক্ষামন্ত্রী ও ইউনেসকোর ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ে তুলতে বাংলাদেশের শিক্ষাকে জাতীয় উন্নয়ন এজেন্ডার মূল ভিত্তি বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত সাধারণ অধিবেশনের লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন তিনি।
লিডারস ফোরামে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলন্দ, মাল্টার প্রেসিডেন্ট মেরি লুইজ সোলিরো ফিকাসহ বিশ্বনেতারা বক্তব্য দেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হতে না পারায় তাঁর প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী বক্তব্য দেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষায় টেকসই বিনিয়োগের মাধ্যমে এরই মধ্যে বাংলাদেশে প্রাথমিক স্তরে প্রায় শতভাগ শিক্ষার্থী ভর্তি এবং মাধ্যমিক স্তর পর্যন্ত ছাত্রছাত্রী সংখ্যায় সমতা অর্জন করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে সমর্থ হয়েছে। ২০১০ সাল থেকে বছরের প্রথম দিনে আমরা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব ছাত্রছাত্রীকে বিনা মূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছি।’ এ কার্যক্রমকে বিশ্বের সর্ববৃহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে নাহিদ বলেন, এ বছর আমরা প্রায় ৩৩ কোটি পাঠ্যপুস্তক বিতরণ করেছি। ২০১৬ সালে আমরা ৩৫ কোটি বই দেব। তিনি আরো বলেন, দেশে এক কোটি ৩৪ লাখ দরিদ্র শিক্ষার্থী সরকারের উপবৃত্তি সুবিধা পাচ্ছে, যার মধ্যে ৭৫ শতাংশই ছাত্রী।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img