‘শুনি যুক্তির মিছিলে পরিবেশ বান্ধব উন্নয়নের জয়গান’ স্লোগানকে ধারণ করে গ্রিন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব বেসরকারি উন্নয়ন সহযোগী সংগঠন ওয়াটার এইড বাংলাদেশের সহযোগীতায় আয়োজন করেছে তিনদিন ব্যাপী ‘গ্রিন ইউনিভার্সিটি ২য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৫’। ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা। আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ৩২টি বিশ্ববিদ্যালয় (সরকারি ও বেসরকারি) ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি কলেজ অংশগ্রহণ করে। তিনদিন ব্যাপী এ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাস সরব ছিল এক ঝাঁক বিতার্কিকের পদচারণায়। আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রানারআপ হবার গৌরব অর্জন করে।