চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী জমজমাট ‘সিএসই ফেস্ট’। চুয়েট’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই) ও চুয়েট কম্পিউটার ক্লাবের যৌথ আয়োজনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে প্রথম দিন অনুষ্ঠিত হয় মক টেস্ট, গেমিং কনটেস্ট, ফ্যাশ মব এবং ফায়ার ওয়ার্কস। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় গেমিং কনটেস্ট, প্রোগ্রামিং কনটেস্ট ও ক্যারিয়ার আড্ডা। প্রোগ্রামিং প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১০টি বিশ্ববিদ্যালয়ের ৩৩টি টিম অংশ নেয়। যাতে চ্যাম্পিয়ন ও প্রথম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে চুয়েট। সমাপনী দিবসে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, উন্নত বাংলাদেশ নির্মাণে সিএসই গ্রাজুয়েটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান সময়ে তথ্য-প্রযুক্তির পরম উৎকর্ষ চলছে। এ যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বে নিজেদের প্রতিভা তুলে ধরতে হবে।