ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিসেবে অনুষদীয় সর্বোচ্চ পদে প্রথম নারী ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. নুরুন নাহার। ১৭ ডিসেম্বর তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে বলে রেজিস্ট্রার অফিস নিশ্চিত করেছে। ২১ ডিসেম্বর তিনি ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আইন ও শরিয়াহ অনুষদের ডিন হিসেবে আইন ও মুসলিম বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহারকে নিয়োগ দেয়া হয়।
তিনি আগামী দুই বছরের জন্য আইন ও শরিয়াহ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশিষ্ট আইন গ্রন্থ প্রণেতা প্রফেসর ড. নুরুন নাহার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদ্য অনুষ্ঠিত নির্বাচনে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া মানবিক আইন, টর্ট আইন ও সাইবার আইনের গ্রন্থ প্রণেতা হিসেবে তার দেশব্যাপী পরিচিতি ও খ্যাতি রয়েছে।
ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন-নারীর ক্ষমতায়নের এটি একটি দৃষ্টান্ত।