প্রতিবারের মত এবারও সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ইন্টার ইউনিভার্সিটি সাইবার গেইমস কনটেস্ট-২০১৫। ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইলেক্ট্রনিক ক্লাবের যৌথ আয়োজনে লিডিং ইউনিভার্সিটির রংমহল টাওয়ার ক্যাম্পাসে ইইই বিভাগে অনুষ্ঠিত ইন্টার ইউনিভার্সিটি সাইবার গেইমস কনটেস্ট -২০১৫। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ কবির হোসেন বলেন- নিয়মিতভাবে লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগ বিভিন্ন ধরনের বিজ্ঞান বিষয়ক কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ইতিপূর্বে ইলেক্ট্রোফেয়ার, সাইন্স ফেয়ার এবং গেইমিং কনটেস্ট শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে যাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সিলেটের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং ঢাকা থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে আসছে।
ইইই বিভাগের এ আয়োজনে সন্তোষ প্রকাশ করে ভিসি বলেন- লিডিং ইউনিভার্সিটির উন্নয়নের জন্য যে কোনো কর্মকে সমর্থন দেওয়া হবে এবং পড়াশুনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকান্ড এবং প্রতিযোগিতামূলক বিষয়ে অংশগ্রহণ করে লিডিং ইউনিভার্সিটিকে আরও এগিয়ে নেয়ার আহ্বান জানান।