নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাসে সম্প্রতি ২৫তম সিন্ডিকেট ও ২১তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ ডব্লিউ এম আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সভা পরিচালনা করেন সিন্ডিকেটের সদস্য সচিব ও ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে. কর্ণেল (অবঃ) একতেদার আহমদ সিদ্দিকী। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুসারে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত এনইউবি সিন্ডিকেট সদস্য অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনোনীত সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. সৈয়দা লাসনা কবির, সিন্ডিকেট কতৃর্ক মনোনীত শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ এর প্রফেসর ড.আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কায়কোবাদ উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করীম এবং ইউনিভার্সিটির সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্য ।