সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের ‘ক্লিন ক্যাম্পাস গ্রীন ক্যাম্পাস’ প্রোগ্রাম ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছে। ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এই পরিছন্ন প্রোগ্রামের প্রথম শুভ সূচনা হয় লিডিং ইউনিভার্সিটির সুরমা টাওয়ার ক্যাম্পাসের ৭০৩ নাম্বার ক্লাসরুম থেকে।
ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র লেকচারার মোঃ হাফিজুর রহমান খানের তত্ত্বাবধানে বিভাগের ৩৩তম ব্যাচ, সেকশন এইচ (৯ম সিমেস্টার) এবং ৩৬তম ব্যাচ, সেকশন এ, বি, সি (৬ষ্ঠ সিমেস্টার) ছাত্র-ছাত্রীরা নিজেদের ক্যাম্পাস পরিচ্ছন্নতার কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ কবির হোসেন ছাত্র-ছাত্রীদের এই সুন্দর উদ্যোগের প্রশংসা করে বলেন স্বাস্থ্যবান্ধব ও নিরাপদ শিক্ষাঙ্গন এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ছাত্র-ছাত্রীদের ব্যাপক ভূমিকা রয়েছে। এসময় তার সাথে ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. তোফায়েল আহমেদ, রেজিস্ট্রার লেফটেনেন্ট কর্ণেল মোঃ মুনীর আহমেদ কাদেরী (অবঃ) ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইন।