নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এ পরিবেশগত সংকট ও ইসলাম ধর্ম বিষয়ক এক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়।
নর্দান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনয়া নেকমেতিন এরবাকান ইউনিভার্সিটি’র দর্শন বিভাগের এসিসটেন্ট প্রফেসর ড. তারিক এম. কাদির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. তারিক এম. কাদির বলেন, পরিবেশ দূষণ ও উষ্ণতা বৃদ্ধি রোধে বহুবিধ আন্তর্জাতিক আইন থাকলেও এসব আইনের কার্যকারিতা খুবই নগন্য। পরিবেশবিদরা মনে করেন শুধুমাত্র আইন করে পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব নয়; এর জন্য দরকার ধর্মীয় অনুশাসন এবং সচেতনতা।
সভাপতি ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বলেন, বর্তমান বিশ্বে পরিবেশগত সংকট একটি আলোচিত ও উদ্বিগ্নের বিষয়। বিশ্ব ব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নের নামে পরিবেশ দূষণ করছে এবং এতে করে বাড়ছে বিশ্বের তাপমাত্রা। তাই সবাইকে বিশ্বের অস্তিত্ব রক্ষায় এখনই দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।