বিশেষ খবর



Upcoming Event

ঢাবি মার্কেটিং বিভাগের নবীনবরণ

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ২২তম ব্যাচের (১ম বর্ষ সম্মান শ্রেণি) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ৩ ফেব্রুয়ারি বিজনেস স্টাডিজ অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এছাড়া, আরও বক্তব্য রাখেন বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস, অধ্যাপক ড. বেলায়েত হোসেন, অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান এবং সহযোগী অধ্যাপক মোঃ মোক্তার আলী।
প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন নবীন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদ বিশ্বমানের অনুষদ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img