চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকেই অর্জিত হলো বাংলাদেশের ইতিহাসে যে কোনো স্তরের শিক্ষাকার্যক্রমে ভূমিকম্প প্রকৌশলবিদ্যায় প্রথম ডিগ্রি। চুয়েটের ইনস্টিটিউট অব আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং রির্সাচ (আইইইআর) Postgraduate Diploma in Earthquake Engineering এর প্রথম ব্যাচের শিক্ষার্থী রাজেন দে এই ডিগ্রি অর্জন করেন। উক্ত ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়ার তত্ত্বাবধানে Effect of infill walls on seismic responses of Reinforced Concrete Buildings শীর্ষক গবেষণা প্রকল্পের বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশে বীম কলাম কংক্রিটের ফ্রেম বিল্ডিং এর মধ্যে ইটের তৈরি Partition Wall ব্যবহারের কারণে ভূমিকম্পের সময় বীম কলাম কংক্রিটের ফ্রেমের উপর Partition Wall এর আচরণ কেমন হবে তা নির্ণয় করা’।
ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে রাজেন দে তাঁর গবেষণা প্রকল্পের বিষয়বস্থু Examination Board এর সামনে উপস্থাপন করেন। Examination Board এ উপস্থিত ছিলেন বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ, চুয়েট’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, আইইইআর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া।