বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম শাহ নওয়াজ আলী।
অধ্যাপক শাহ নওয়াজ ও অধ্যাপক আখতার হোসেন আগামী চার বছর সদস্য হিসেবে ইউজিসিতে দায়িত্ব পালন করবেন। অবশ্য সরকার প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের অব্যাহতি দিতে পারবে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে শাহ নওয়াজের মেয়াদ আগামী জুলাইয়ে শেষ হওয়ার কথা ছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাজিড বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহ নওয়াজ রাবি’র সিনেট, সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিলসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ছাড়াও এক সময় শিক্ষক সমিতির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।