ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস), বারিধারা এর ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা প্রভাষক মোঃ মেহেদী হাসান এর তত্ত্বাবধানে ২৪ জানুয়ারি ২০১৬ তারিখে ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিঃ, সারুলিয়া, ডেমরার কারখানা পরিদর্শন করে। ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিঃ এর স্টোর অফিসার মোঃ আজিজুল হাকিম, সিনিয়র প্রোডাকশন অফিসার ফরহাদ সিকদার ও মাইক্রোবায়োলজিস্ট আরিফুর রহমান এর তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীরা কারখানাতে ওয়্যারহাউজ, প্রকৌশল বিভাগ, উৎপাদন বিভাগ, মাননিয়ন্ত্রণ বিভাগ এবং মাইক্রোবায়োলজি বিভাগ পরিদর্শন করে এবং কাজের পদ্ধতি সম্পর্কে জ্ঞান আহরণ করে।