খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং ও বি.ইউ.আর.পি. কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, জ্ঞানের অন্বেষণ, বিকাশ এবং উন্মেষের মাধ্যমে নিজেকে গড়তে হবে। আধুনিক তথ্য-প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রকৌশলী হিসেবে গড়ে উঠতে হবে এবং শত সীমাবদ্ধতার মাঝেও মেধার সর্বোচ্চ ব্যবহার করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হবে।
ওরিয়েন্টেশন শেষে অডিটোরিয়ামের সম্মুখে কুয়েট ভলান্টারি ব্লাড ডোনেশান সোসাইটি ‘ড্রিমস্’ এর উদ্যোগে এবং কুয়েট ছাত্র কল্যাণ পরিচালকের কার্যালয় ও মেডিকেল সেন্টারের সহযোগিতায় নবাগত ছাত্র-ছাত্রীসহ সকলের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয় এবং ‘ওয়েষ্ট ম্যানেজমেন্ট ইনিসিয়েটিভ’ সেলের মাধ্যমে সকলকে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে উৎসাহিত করা হয়।