Planets Sun Sun Sun Sun

ক্যাম্পাস স্টাডি সেন্টার নির্মাণ প্রকল্প

modelবহুমুখী সম্ভাবনার এই দেশ, আমাদের বাংলাদেশ। প্রিয় এ মাতৃভূমিকে আধুনিক বিশ্বের উন্নয়নের ধারায় আনতে প্রয়োজন বলিষ্ঠ ব্যক্তিত্বের রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব -যার মূল চালিকাশক্তি হবে সৎ, দেশপ্রেমী, দক্ষ, আত্মবিশ্বাসী, কর্মঠ ও ইতিবাচক মননের অধিকারী ছাত্র-যুব সমাজ। আর এরূপ যুবশক্তি গড়ে তুলতে তথা আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দীর্ঘদিন থেকে কাজ করছে ক্যাম্পাস।

জাতি জাগরণ ও দেশ উন্নয়নের এরূপ বৃহৎ কর্মযজ্ঞ প্রসারে উত্তরায় (এয়ারপোর্ট সংলগ্ন) ‘ক্যাম্পাস স্টাডি সেন্টার’ ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সেন্টারটি হবে জাতির প্রাণ-প্রবাহের এক অনন্য প্রতিষ্ঠান; যেখানে আত্মবিশ্বাসী, প্রোএকটিভ ও পজিটিভ দৃষ্টিভঙ্গির দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে নিবিড় অধ্যয়ন এবং বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সাথে সমঞ্জস রেখে সমসাময়িক বিষয়াবলীর ওপর গুরুত্ব দিয়ে গতিশীল উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হবে এ স্টাডি সেন্টারের কর্মযজ্ঞ।

✔ স্টাডি সেন্টারের ভবন নির্মাণে ৫০ হাজার থেকে ৪ লক্ষ টাকা সহযোগিতা করলে দাতার নাম ভবনের এন্ট্রেন্স বোর্ডে গুরুত্ব সহকারে স্থান পাবে।
✔ ৫০ হাজার টাকার কম অংকের অর্থ দিয়ে সহযোগিতায় এগিয়ে আসা মহতী মানুষের ভালোবাসার কথাও ক্যাম্পাস পত্রিকায় ছাপিয়ে কৃতজ্ঞতা জানানোর ব্যবস্থা রয়েছে।
✔ সহযোগিতার পরিমাণ ন্যূনতম ৫ লক্ষ টাকা হলে তাঁর নাম ভবনের প্রবেশদ্বারে মার্বেল পাথরে চিরস্মরণীয় করে রাখা হবে।
✔ প্রকল্পের ১ কাঠা জমির মূল্য বাবদ ২২ লক্ষ টাকা নিজ থেকে দান করলে কিংবা সার্কেল থেকে সংগ্রহ করে দিলে ভবনের ১টি অডিটোরিয়াম, ৬টি সেমিনার ও রাউন্ড টেবিল রুম, ১০টি স্টাডি ও ট্রেনিং হল এবং ২টি লাইব্রেরির মধ্যে যেকোনো ১টির নামকরণ তাঁর নামে করা হবে। এরূপ বড় অংকের অনুদান প্রদানকারী কিংবা সংগ্রহকারীর প্রতি আজীবন সম্মাননা হিসেবে নির্মিতব্য ভবনে তাঁদের জীবন ও কর্মের আর্কাইভ প্রদর্শন ও সংরক্ষণের ব্যবস্থা থাকবে; আরও থাকবে তাঁদের চাহিদানুযায়ী পৃথক অফিস রুম।

এরূপ দানশীল ব্যক্তিত্বগণ ক্যাম্পাস’র শীর্ষ সুহৃদ ও সম্মানীয় পৃষ্ঠপোষক এর মর্যাদা পাবেন এবং প্রাতিষ্ঠানিক সকল সুযোগ-সুবিধায় অগ্রগণ্য হবেন। তাছাড়া ক্যাম্পাস’র কর্মসূচি গ্রহণ ও নীতি প্রণয়নে তাঁদের মতামত সাদরে গৃহীত হবে।

ছাত্র-যুব ও শিক্ষা উন্নয়নের মাধ্যমে সমাজ জাগরণ এবং সৃজনশীল, প্রতিভাবান ও কর্মযোগী জাতি গড়ে তুলতে উক্ত ‘স্টাডি সেন্টার’ নির্মাণে আপনার সহৃদয় সহযোগিতাপূর্ণ অংশগ্রহণ সর্বান্তকরণে কামনা করছি।