রাফিউল ইসলাম
ক্যাম্পাস’র শিক্ষানবিশ
ছোটবেলা থেকে একটি ছন্দ নিজের মাঝে লালন করে আমার বেড়ে ওঠা। তা হলো এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভুবন কাঁদানো সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইলে অবশ্যই মাধ্যম দরকার। আর এ মাধ্যম হিসেবে আমি সন্ধান পেয়েছি ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র এর।
ক্যাম্পাস পরিচালিত ফ্রি কম্পিউটার ট্রেনিংয়ের ছাত্র আমি। পাশাপাশি শিক্ষানবিশ হিসেবে অংশগ্রহণ করি সমাজ সচেতনতা কর্মসূচিতে। ফলে রাজধানী ঢাকা’র অনেক অফিস আদালত যেমন প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, সুপ্রিম কোর্ট, ঢাবি’র সকল হল, রাজউক, ওয়াসা, ব্যাংক-বীমা ভবনগুলোয় যাওয়ার সুযোগ হয়। এছাড়াও ঢাকার বাইরে লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম প্রভৃতি জেলায়ও যাওয়ার সৌভাগ্য হয়। ছোটবেলা থেকেই আমার ঘুরে বেড়ানোর শখ। এ শখ পূরণ হয়েছে ক্যাম্পাস’র বদৌলতে।