কোর্স নীতিমালা

১। পটভূমি ও উদ্দেশ্যঃ জ্ঞানভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ এবং আলোকিত জাতি গঠনে নিবেদিত শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক বহুমুখী প্রতিষ্ঠান ‘ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র (সিএসডিসি)’। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ প্রতিষ্ঠান শিক্ষা ও শিক্ষাঙ্গনভিত্তিক নিয়মিত পত্রিকা প্রকাশনা ছাড়াও শিক্ষা ও যুব উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সেবামূলক কর্মসূচি হিসেবে নিম্নোক্ত উদ্দেশ্যে ‘ইংলিশ এন্ড স্মার্টনেস কোর্স ফর লিডারশিপ’ চালু করেছে।
* মাতৃভাষা বাংলায় দক্ষতার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিতে কথা বলার মাধ্যমে জীবনে সমৃদ্ধি আনয়ন; * একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজি ভাষার সঠিক ব্যবহার, চর্চা ও প্রয়োগ এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজের Matching Capacity বৃদ্ধি করার মাধ্যমে ইংলিশ স্পিকিং-এ জড়তা, লজ্জা এবং আত্মবিশ্বাসের অভাব প্রভৃতি দূর করা; * বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি * দেশের বিপুল জনশক্তিকে দক্ষ জনসম্পদে পরিণত করা।
২। কোর্সের নামঃ ইংলিশ এন্ড স্মার্টনেস কোর্স ফর লিডারশিপ; English & Smartness Course for Leadership
মেয়াদঃ আড়াই মাস। মোট ক্লাসঃ ২০টি। প্রতিক্লাস দেড় থেকে দুই ঘন্টা।
প্রশিক্ষণ পদ্ধতিঃ পারস্পরিক আলোচনার মাধ্যমে যোগাযোগক্ষম শিক্ষণ-কৌশল।
সময়সূচিঃ মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুরু। সরকারি ছুটির দিনে ক্লাস বন্ধ থাকে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স শেষ করতে হয় বলে নির্ধারিত ক্লাসের দিনে হরতাল পড়ে গেলেও যথারীতি ক্লাস হয়।
৩। যারা প্রশিক্ষণের সুযোগ পাবেনঃ এ কর্মসূচির মাধ্যমে ছাত্র-যুবকদেরকে বিনামূল্যে এবং পেশাজীবীদেরকে স্বল্প অর্থের বিনিময়ে প্রশিক্ষণ দেয়া হয়।
৪। ভর্তিকালীন যেসব কাগজপত্র জমা দিতে হবেঃ ক্যাম্পাস’র নির্ধারিত ভর্তি-ফরম যথাযথ পূরণ সাপেক্ষে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের কপি অথবা সর্বশেষ পাবলিক পরীক্ষার সনদের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে।
৫। প্রশিক্ষণার্থী যা পাবেনঃ ভর্তি-ফরম, ক্লাস হ্যান্ড-আউট প্রভৃতি। কোর্স সম্পন্নের পর প্রতিব্যাচ থেকে বিশেষ যোগ্যতাসম্পন্ন বেস্ট পার্টিসিপেন্টকে পুরস্কারের জন্য মনোনীত করা; কোর্স শেষে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মাধ্যমে সনদ প্রাদন করা হয় এবং অংশগ্রহণকারীকে সেই ছবি প্রদান করা হয়।
৬। সনদপত্রঃ প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীর চাহিদা মোতাবেক ছবি সংবলিত লেমিনেটেড রঙিন/সাদাকালো সার্টিফিকেট আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। সাদাকালো সার্টিফিকেট তৈরির খরচ বাবদ ১০০ টাকা অথবা রঙিন সার্টিফিকেটের জন্য ২০০ টাকা ১৪তম ক্লাসের মধ্যে জমা দিতে হয়। তবে কেউ যদি ন্যূনতম ১৩টি ক্লাস না করেন, তাহলে তাকে সনদ দেয়া হয় না এবং সনদের জন্য প্রদত্ত টাকা বাজেয়াপ্ত বলে গণ্য হবে।
৭। প্রশিক্ষণার্থীর করণীয়ঃ
ক) প্রশিক্ষণ-প্রার্থীকে ট্রেনিং সেন্টারের নির্ধারিত ভর্তি-ফরমে আবেদন করতে হয়। সংগৃহীত ফরম যথাযথ পূরণ করতঃ তাৎক্ষণিক জমা দিতে হয় এবং ফরম সংগ্রহের পরবর্তী কোর্সে অংশগ্রহণ না করলে সেই ফরম বা ভর্তি বাতিল বলে গণ্য হয়।
খ) প্রশিক্ষণ বাবদ কোনো অর্থ নেয়া হয় না। তবে কোর্স মেটেরিয়ালস্ এর জন্য ৭০০ টাকা দিতে হয়। এ কোর্স তার প্রয়োজন কিনা, কোর্স চলাকালীন তার আগ্রহ থাকবে কিনা এসব বিষয় নিশ্চিত করতে অর্থাৎ প্রার্থীর Expression of interest হিসেবে এ যৎসামান্য টাকা দিতে হয়; অসচ্ছল বা মেধাবীর ক্ষেত্রে অসচ্ছলতা ও মেধার বিষয়ে প্রমাণপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করা বাঞ্ছনীয়।
গ) চাকরিজীবী বা পেশাজীবীকে প্রশিক্ষণের ন্যূনতম ব্যয় বাবদ মাত্র ২,৫০০ টাকা প্রদান করতে হয়;
ঘ) প্রশিক্ষণার্থীকে প্রদত্ত কোর্স মেটেরিয়াল্স এবং তার প্রয়োজনীয় খাতা-কলম ইত্যাদি প্রত্যেক প্রশিক্ষণ ক্লাসে সঙ্গে আনতে হয় এবং ক্লাসে প্রবেশের পূর্বেই মোবাইল ফোন বন্ধ রাখতে হয়;
ঙ) প্রশিক্ষণার্থীকে সবগুলো ক্লাসে উপস্থিত থাকতে হয়। প্রথম ক্লাসে উপস্থিত থাকতে সক্ষম না হলে পরবর্তী ক্লাসসমূহে অংশগ্রহণের সুযোগ থাকে না। সেক্ষেত্রে নতুনভাবে ভর্তি প্রক্রিয়া সম্পাদন সাপেক্ষে তাকে পরবর্তী ব্যাচে অংশগ্রহণের সুযোগ দেয়া যেতে পারে। এছাড়া পরবর্তী কোনো ক্লাসে অনুপস্থিত থাকলে তার কারণ ব্যাখ্যা এবং উক্ত ক্লাসের পাঠ কীভাবে কাভার করবে, সে উপায় জানিয়ে কোর্স কোঅর্ডিনেটর বরাবর আবেদন করতে হবে। সে আবেদন মঞ্জুর হলে তাকে পরবর্তী ক্লাসে যোগদানের অনুমতি দেয়া যেতে পারে।
চ) ক্লাস শুরুর ১০ মিনিট পূর্বে উপস্থিতি বই (Attendance book)-এ স্বাক্ষর করতে হয়;
ছ) প্রশিক্ষণ কেন্দ্রে বিষয়-বহির্ভূত আলোচনা নিষিদ্ধ, তাছাড়া কোনরূপ অসংলগ্ন ও বিশৃঙ্খল আচরণের জন্য তাৎক্ষণিক Enrollment বাতিল করার ক্ষমতা ক্লাস-টিচার ও ক্যাম্পাস কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। তবে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অভিযোগ ও পরামর্শ থাকলে তা ক্যাম্পাস কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার সুযোগ রয়েছে;
জ) ক্যাম্পাস’র নির্দিষ্ট রসিদ ছাড়া কোনরূপ আর্থিক লেনদেনের জন্য ক্যাম্পাস কর্তৃপক্ষ কোনক্রমেই দায়ী থাকবে না।
ঝ) কোর্স রিপিটঃ কেউ চাইলে কোর্স রিপিট করতে পারেন। সেক্ষেত্রে পূণরায় ভর্তি ফরম পূরণ করতে হবে। এটি ফ্রি কোর্স এবং বেসিক ইংলিশ শেখানো এ কোর্সের মুখ্য উদ্দেশ্য। রিপিট করার ক্ষেত্রে নতুনদের সুযোগ-বঞ্ছনা হয় বলে রিপিটকারীর কিছু অতিরিক্ত পরিশোধ বাঞ্ছনীয়। তাই রিপিটের ক্ষেত্রে কোর্সে অংশগ্রহণকারীর আগ্রহ এবং ক্লাসে নিয়মিত উপস্থিতির নিশ্চিয়তা বিধানে পূর্ববর্তী কোর্সের সকল ক্লাস সম্পন্নকারীকে ৭০০ টাকা, অনিয়মিত প্রশিক্ষনার্থী এবং পেশাজীবীকে ১,৫০০ টাকা প্রদান করতে হবে।