ক্যাম্পাস হেলথ সার্ভিস
আলোকিত ও দক্ষ জাতির জন্য প্রয়োজন সুস্থ মানুষ। তাই সুস্থ, নিরোগ এবং সুখী-সমৃদ্ধ জীবন-যাপনে জনগণকে উদ্বুদ্ধ করতে সভা, সেমিনার, ব্যানার, ফেস্টুন, স্টিকার, লিফলেট প্রচারণার মাধ্যমে ক্যাম্পাস দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। রাসায়নিক ঔষধের পরিবর্তে হারবাল ঔষধ ও পথ্য ব্যবহার এবং মাংসজাত খাদ্যের পরিবর্তে উদ্ভিদজাত খাদ্য গ্রহণের জন্যও জনগণকে উদ্বুদ্ধ করছে ক্যাম্পাস। এ বিষয়ে ক্যাম্পাস’র আলোড়িত শ্লোগান ‘প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন, আদা-মধু-কালিজিরা-রসুন’; ‘হারবাল সামগ্রী ব্যবহার করুন, শতায়ু লাভ করুন’; ইত্যাকার কথা শোভা পাচ্ছে আবাসিক ডাইনিংরুমে ও অফিস-আঙ্গিনায়।