ক্যাম্পাস রিসার্চ সেল

দেশ উন্নয়ন ও জাতি জাগরণে নানামুখী সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে ক্যাম্পাস’র রয়েছে নিজস্ব রিসার্চ সেল। দক্ষ নেতৃত্বের তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়নমূলক গবেষণায় নিবেদিত ক্যাম্পাস রিসার্চ সেলের সদস্যরা সৎ, দক্ষ ও প্রোএকটিভ এটিচিউড ধারণের ফলে কোনো বাধাকেই বাধা মনে করেন না, সকল সমস্যাকেই দেখেন সমাধানের দৃষ্টিতে। তাই অর্থনৈতিক স্বয়ম্ভর স্বপ্নের সোনার বাংলা এবং সুখী-সমৃদ্ধ, উচ্ছল-উজ্জ্বল আলোকিত জাতি গঠনে নিরন্তর জ্ঞান অনুসন্ধান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ক্যাম্পাস রিসার্চ সেল। ক্যাম্পাস’র সাম্প্রতিক গবেষণা-কর্মের উল্লেখযোগ্য ক’টি নিম্নরূপ।
১। ক্যাম্পাস প্রকাশ করেছে জাতীয় সকল সমস্যার স্থায়ী সমাধানে ইউনিয়নভিত্তিক উন্নয়নের অত্যাধুনিক মডেল। এ মডেল বাস্তবায়িত হলে বিদ্যুৎ, যানজট, বেকারত্ব, দুর্যোগ, দারিদ্র্যসহ বাংলাদেশের সকল সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে সহজেই। সুখী-সমৃদ্ধ অত্যাধুনিক বাংলাদেশ গড়ার যুগান্তকারী এ মডেল এখন শুধু বাস্তবায়নের অপেক্ষায়।
২। ক্যাম্পাস’র প্রণীত মডেল এলাকাভিত্তিক স্কুলিং; যার মাধ্যমে দুর্বিষহ যানজট, অর্থ-শ্রম ও সময়ের অপচয়, মৌলিক শিক্ষায় ত্রুটি, ড্রপ-আউট ও শ্রেণিবৈষম্যসহ জাতীয় বহু সমস্যার একক সমাধান সম্ভব। এ মডেল বাস্তবায়িত হলে দেশের শিক্ষাক্ষেত্রে সূচিত হবে বৈপ্লবিক উন্নয়ন।
৩। ক্যাম্পাস’র প্রকাশিত বই সর্বক্ষেত্রে অবিরাম সাফল্যের বিশেষ মানুষ হতে ১০ দিগদর্শন; যাতে তুলে ধরা হয়েছে অবিরাম সাফল্যের আলোকিত জাতি গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় মানবিক গুণ ও দর্শন ধারণ এবং লালনের উপায়। এসব অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে পাঠকের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে ইতিবাচক চিন্তা-চেতনার উন্মেষ ঘটানো সম্ভব।
৪। শিশুরাই জাতির ভবিষ্যৎ কান্ডারী বিধায় আজকের শিশুর প্রতিভা বিকাশের ওপর নির্ভর করে দেশ ও জাতির উন্নতি ও অগ্রগতি। তাই শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশে সহায়ক বিষয়াবলী নিয়ে ক্যাম্পাস প্রকাশ করেছে অত্যন্ত প্রয়োজনীয় বই রাষ্ট্রনায়কোচিত নেতারূপে শিশু-কিশোরদের গড়ে তুলবেন যেভাবে -যা জাতীয় পর্যায়ে আগামীর বলিষ্ঠ নেতৃত্ব গঠনে বিরাট ভূমিকা রাখবে।
৫। সুস্থ ও নিরোগ থাকার মাধ্যমে শতায়ুলাভ এবং গতিশীল চিন্তার সবল জাতি গড়ে তোলার সহজ উপায় নিয়ে ক্যাম্পাস প্রকাশ করেছে বই সুস্থতা ও শতায়ুলাভে প্রাকৃতিক চর্চা ও চিকিৎসা। এতে বর্ণিত হয়েছে হাতের নাগালে থাকা প্রাকৃতিক ও সহজলভ্য উপকরণ নিয়মিত ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক সকল সমস্যার সহজ সমাধান।
বিভিন্ন বিষয়ভিত্তিক গবেষণার ফসল হিসেবে ক্যাম্পাস’র জ্ঞানমেলা সিরিজে নিয়মিত প্রকাশিত হচ্ছে আত্মোন্নয়ন, স্বাস্থ্যোন্নয়ন, পারিবারিক-জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা সম্বলিত বই। যেমন- সৃজনশীলতা ও চিন্তাশক্তি বৃদ্ধি এবং সাফল্যের শীর্ষ পথে, নিজের মধ্যে গড়ে তুলুন প্রেম-ভালোবাসার কারখানা, উন্নত জাতির আধুনিক বাংলাদেশ এবং অত্যাধুনিক বিশ্বের রূপরেখা, ন্যায়ভিত্তিক সমাজ এবং আলোকিত জাতির সন্ধানে বাংলাদেশ ও বিশ্ব অধ্যয়ন, এসো সবাই স্মার্ট হই, চলো অনেক বড় হই ইত্যাদি।
এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে নিরন্তর জ্ঞানচর্চা, অনুসন্ধান ও পর্যবেক্ষণের মাধ্যমে লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ে ক্যাম্পাস’র নিজস্ব দর্শন-তত্ত্ব উপস্থাপন করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার বিভিন্ন কলাম ও প্রতিবেদনে।
দেশ ও জাতির কর্ণধার যে ছাত্র-যুবসমাজ, তাদের অতীত ও বর্তমান স্বরূপের আলোকে আগামী বিশ্বের উপযোগী যোগ্যতা ও উপযুক্ততা নির্ধারণপূর্বক সেই পথ ও মতে ধাবিত করার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে ক্যাম্পাস রিসার্চ সেল সর্বদাই কার্যকর ভূমিকা রেখে চলেছে।