ক্যাম্পাস কালচারাল টীম

দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির লালন ও প্রসারে ক্যাম্পাস’র রয়েছে নিজস্ব সাংস্কৃতিক দল। এ দলের কর্মীগণ বাঙালির নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি ও দেশপ্রেম লালনে সদা প্রস্তুত। তারা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে সমাজের অনাচার, অন্যায়, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ক্যাম্পাস’র দর্শন তুলে ধরে এবং এসবের অবসানে মানুষকে জাগিয়ে তুলে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানায় ও উদ্বুদ্ধ করে। প্রতিষ্ঠিত ও স্বনামধন্য শিল্পীর পাশাপাশি ক্যাম্পাস কালচারাল টীমে উদীয়মান তারকাও রয়েছে। ক্যাম্পাস’র নিজস্ব বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করা ছাড়াও দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ভূমিকা পালন করে থাকে এই দল। এজন্য ক্যাম্পাসকে বাইরের শিল্পী বা পারফর্মারদের শরণাপন্ন হতে হয় না। ক্যাম্পাস কার্যক্রমের আদর্শ ও দর্শন জনসমক্ষে সহজভাবে তুলে ধরতে ক্যাম্পাস’র রয়েছে নিজস্ব থীম সং। ক্যাম্পাস কালচারাল টীমের সদস্যরাই এ সঙ্গীতের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। দেশ ও জাতির নানা সমস্যা ও সম্ভাবনার মাঝে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দীপনামূলক বলিষ্ঠ আহ্বান সংবলিত এই থীম সং ইতোমধ্যে জনমনে বেশ আলোড়ন তুলেছে।
ক্যাম্পাস থীম সং
জ্ঞানভিত্তিক আলোকিত সুশীল সমাজ
এদেশের মানুষের একান্ত অভিলাষ
ন্যায়ভিত্তিক আলোকিত সুশীল সমাজ
এদেশের মানুষের একান্ত অভিলাষ।
আমরা সাজাবো সে স্বপ্নের সাজে
দেশকে নতুন করে
গড়ে তুলবো এক আধুনিক ইতিহাস
ক্যাম্পাস-ক্যাম্পাস-ক্যাম্পাস-ক্যাম্পাস-ক্যাম্পাস ॥
দূর করবো দুঃখ দারিদ্র্য বেকারত্ব আর যত হাহাকার
থাকবে না এদেশে ঘুষখোর চাঁদাবাজ দুর্নীতি আর অবিচার
অনাবিল শান্তির উৎসবে ভরে দেবো, দূর করে রাহাজানি সন্ত্রাস
ক্যাম্পাস-ক্যাম্পাস-ক্যাম্পাস-ক্যাম্পাস-ক্যাম্পাস ॥
ক্যাম্পাস গড়বে দক্ষ শিক্ষিত দেশপ্রেমী সাহসী নাগরিক
প্রগতির সন্ধানে স্বদেশের প্রয়োজনে ওরা রবে দুর্বার নির্ভীক ॥
গড়বো শৃঙ্খলা সম্প্রীতি রীতি-নীতি, এদেশের প্রতিটি ঘরে
সত্যের জ্যোতিতে দাঁড়াবেই এ জাতি একদিন বিশ্ব দরবারে
সেদিন আর দূরে নেই, দেখবে পৃথিবী
ডিজিটাল বাঙালির উচ্ছ্বাস
ক্যাম্পাস-ক্যাম্পাস-ক্যাম্পাস-ক্যাম্পাস-ক্যাম্পাস ॥