শিক্ষানবিশ কর্মসূচি
জ্ঞানভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ এবং আলোকিত জাতি গঠনে নিবেদিত শিক্ষা ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র (সিএসডিসি)। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংস্থা শিক্ষা ও শিক্ষাঙ্গনভিত্তিক নিয়মিত পত্রিকা প্রকাশনা ছাড়াও দেশের শিক্ষা-যুব ও সমাজ উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। সে ধারাবাহিকতায় ক্যাম্পাস’র ব্যতিক্রমী উদ্যোগ ‘শিক্ষানবিশ কর্মসূচি’।
লক্ষ্য ও উদ্দেশ্য
কর্মমুখী বা জীবনমুখী শিক্ষা-ব্যবস্থার অভাবে আমাদের ছাত্র-যুবকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাকরি বা কর্মজীবনের জ্ঞান ও অভিজ্ঞতা কিছুই পায় না। সে কারণেই অভিজ্ঞতা ও প্রশিক্ষণের অভাবে চাকরি জীবনে প্রবেশ বিলম্বিত হয় এবং বছরের পর বছর জুতার সুখতলা ক্ষয় করেও চাকরি নামের ‘সোনার হরিণ’ -এর নাগাল পায় না। তাই চাকরির জ্ঞান ও অভিজ্ঞতালাভে ক্যাম্পাস ছাত্র-যুবকদেরকে শিক্ষানবিশ-কর্মের সুযোগ দিয়ে থাকে। এতে তারা শিক্ষা জীবনেই অফিস-আচরণ, নিয়মানুবর্তিতা ও ন্যায়নিষ্ঠা, নেতৃত্বের গুণাবলী, দলভিত্তিক কার্যক্রম বা টিম ওয়ার্ক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন-পর্যবেক্ষণ ও সম্পাদিত কাজের রিপোর্টিং ইত্যাকার বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করতে সমর্থ হয়। তাছাড়া আত্ম-উন্নয়নের পাশাপাশি দেশ ও সমাজ গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ, দেশপ্রেম-সমাজসেবা ও মানব কল্যাণে নিবেদিত হওয়ার মাধ্যমে তারা হতাশামুক্ত উচ্ছল-উজ্জ্বল জীবনে অভ্যস্ত হয়ে ওঠে।
... বিস্তারিত