লক্ষ্যঃ
জ্ঞানভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ এবং আলোকিত জাতি গঠন;
সমাজে ও জাতীয় পর্যায়ের সর্বক্ষেত্রে স্বচ্ছতা-জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠা।

উদ্দেশ্যঃ
১। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সুশিক্ষার উন্নয়ন;
২। যুব সমাজের উন্নয়ন এবং সৎ, যোগ্য ও দেশপ্রেমী নেতৃত্ব তৈরি;
৩। আধুনিক, বিজ্ঞানমনস্ক ও দক্ষ জনশক্তি তৈরিতে তথ্য-প্রযুক্তির বিভিন্নমুখী প্রশিক্ষণ;
৪। স্বাস্থ্যবান, কর্মমুখর, উৎপাদনশীল ও প্রতিভাবান জাতি গড়ে তোলা;
৫। নেগেটিভ কিংবা রিএকটিভ ধারণা ও মানসিকতা পরিহার এবং পজিটিভ ও প্রোএকটিভ এটিচিউড চর্চায় জনসাধারণকে উদ্বুদ্ধ করা;
৬। দুর্নীতি রোধ, সামাজিক ন্যায়বিচার ও কল্যাণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা;
৭। প্রাকৃতিক কিংবা মনুষ্যসৃষ্ট দুর্গতি ও অসহায়ত্ব দূরীকরণ; ক্ষতিগ্রস্তদের স্থায়ী ও টেকসই পুনর্বাসন এবং দরিদ্রদের কর্মমুখী করে জাতীয় সম্পদে পরিণত করা;
৮। ধনী ও দরিদ্রের ব্যবধান কমানো তথা শ্রেণিবৈষম্য হ্রাসে কাজ করা;
৯। সমাজে ও জাতিতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় অন্যান্য উদ্যোগ গ্রহণ;
১০। ন্যায়ভিত্তিক ও জ্ঞানভিত্তিক সমাজ এবং আলোকিত জাতি গঠনে অন্যান্য কার্যকর পদক্ষেপ গ্রহণ।