গ্রীন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস-এর উদ্যোগে জাতীয় বাজেট ২০১৬-২০১৭ এর উপর ‘পোস্ট বাজেট রিফ্লেকশন অন ন্যাশনাল বাজেট ২০১৬-১৭’ শিরোনামে এক সেমিনার সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের গ্রিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। গ্রীন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকির এর সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ড. মোহাম্মদ ফরাসউদ্দীন, চেয়ারম্যান, ইস্ট ওয়েষ্ট ইউনিভার্সিটি ট্রাস্ট এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ।
সেমিনারে জাতীয় বাজেট ২০১৬-১৭ এর বিভিন্ন দিক বিশেষ করে ক্রমবর্ধমান শিক্ষা খাত, দারিদ্র্য বিমোচন, জনসংখ্যা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে জাতীয় বাজেটে শিক্ষা খাতের জন্য বরাদ্দ নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করেন এবং বলেন যে, মুদ্রাস্ফীতি ক্রমাগত বেড়েই চলেছে, কিন্তু এর সাথে সামঞ্জস্য রেখে বাজেটে শিক্ষা খাতের জন্য বরাদ্দ রাখা হচ্ছে না। এবারের বাজেটে শিক্ষা খাত তৃতীয় বৃহত্তম বরাদ্দ পেয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গত এক দশকে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। কাজেই শিক্ষা খাতের জন্য বরাদ্দের হার বৃদ্ধি করা প্রয়োজন।