Free Seminar on Proactive & Positive Attitude অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই রবিবার বিকাল ৫টায় ক্যাম্পাস অডিটোরিয়ামে (৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা, ১৩ তলা, ঢাকা)।
এবারের পর্বের বিষয়
Husband-wife relationship : Happy marriage life
সফল, জনপ্রিয় ও সেরা মানুষের প্রথম গুণ ‘প্রোএকটিভ এটিচিউড’। হতাশাগ্রস্ত ছাত্র-যুবক, ক্ষয়িষ্ণু সমাজ ও পশ্চাৎপদ জাতিতে পজিটিভ এটিচিউড জাগ্রত করে প্রোএকটিভ বাংলাদেশ গড়তে ক্যাম্পাস’র ব্যতিক্রমী উদ্যোগ ‘ফ্রি সেমিনার অন প্রোএকটিভ এন্ড পজিটিভ এটিচিউড’। রিএকটিভ না হয়ে যেকোনো পরিবেশে প্রোএকটিভ ও পজিটিভ থেকে সফল ও জনপ্রিয় হওয়ার গুণ ও কৌশল শেখানো হয় এ সেমিনারে। ফলে এর চর্চাকারীগণ যেই কোনো পরিস্থিতিতেই পজিটিভ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সক্ষম হন।
এতে অংশগ্রহণের জন্য পূর্ব থেকে রেজিস্ট্রেশনের প্রয়োজন
নেই।
কেবল প্রবেশ পথে অভ্যর্থনা কেন্দ্রে রেজিস্ট্রেশনস্বরূপ নাম, ঠিকানা, ইমেইল, ফোন নাম্বার প্রদান করতে হবে, যাতে তৎপরবর্তী যেকোনো অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানানো যায়।
উক্ত রেজিস্ট্রেশনকালীন আপ্যায়ন ফি বাবদ মাত্র ১০০ টাকা প্রদান করতে হয়, যা সেমিনারে অংশগ্রহণকারীর আগ্রহ ও প্রয়োজনীয়তার বহিঃপ্রকাশরূপে পরিগণ্য । উক্ত টাকার বাইরে সেমিনার কন্ডাক্টর ও রিসোর্স পার্সন এর সন্মানীসহ অন্য সকল খরচ ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র বহন করে থাকে সমাজসেবামূলক কার্যক্রম হিসেবে।
ক্যাম্পাস’র এরূপ সেমিনার সকলের জন্য উন্মুক্ত। তাই জীবনমুখী ও আকর্ষনীয় এ সেমিনারে সবাই সবান্ধব আমন্ত্রিত।
শুভ হোক সকল মঙ্গল প্রয়াস।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা
ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র
ক্যাম্পাস অডিটোরিয়াম, ৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা (১৩ তলা ), ঢাকা ।
(বাংলাদেশ সচিবালয়ের উত্তর পাশে, পল্টন মোড় থেকে পশ্চিম পাশে এবং জাতীয় প্রেসক্লাব থেকে পূর্ব পাশে)
ফোন: 02-47122463, 223380225, ০১৭২৫-৫৯৯৯৮২
www.campus.org.bd
www.helal.net.bd
www.dailyneeds.com.bd
www.greaternoakhali.net.bd
www.lakshmipurbarta.net.bd