Free English & Smartness Course for Leadership
এর পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে ১৫ অক্টোবর, ২০২২
। ক্লাস হবে স্বশরীরে উপস্থিতিতে, ঢাকার ৩৩ তোপখানা রোড ১৩ তলায় অবস্থিত ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র এর নিজস্ব অডিটোরিয়ামে। জীবনমান উন্নয়নের এরূপ বিভিন্ন কোর্সে বিনামূল্যে অংশগ্রহণ করতে এবং এসব বিষয়াদির আপডেট পেতে যুক্ত থাকুন ক্যাম্পাস’র ফেসবুক পেজে- http://www.facebook.com/campus.org.bd/
বাংলার পাশাপাশি সমভাবে ইংরেজিতে (আন্তর্জাতিক ভাষায়) কথা বলা, শোনা ও লেখার অভ্যাস তৈরি এবং দেশে-বিদেশে ব্যাপক কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বিপুল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করতে ক্যাম্পাস’র এ গণমুখী ও জনসেবাধর্মী কর্মসূচি।
কোর্স-মেয়াদঃ
আড়াই মাস, ক্লাস ২০টি (রবিবার ও বুধবার সাড়ে ৪টা থেকে প্রায় ২ ঘন্টা)।
প্রশিক্ষণার্থীর করণীয়ঃ
ক) ট্রেনিং সেন্টারের নির্ধারিত ভর্তি-ফরমে আবেদন করতে হয়। ‘আগে আসলে আগে ভর্তি’ এর ভিত্তিতে অর্থাৎ আসন খালি থাকা সাপেক্ষে বিকাল ৫টা থেকে ৮টা ক্যাম্পাস অফিসে এসে ভর্তি হওয়া যায়। তাছাড়া Bkash: ০১৭৭৭৮৪৯৪৪৪ নাম্বারে টাকা পাঠিয়ে ক্যাম্পাস’র ফেসবুক পেজ http://www.facebook.com/campus.org.bd/ থেকে ফরম নিয়ে ভর্তি হওয়া যায়।
খ) ২ কপি রঙিন পিপি ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা স্টুডেন্ট আইডি’র কপি জমা দিতে হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা
ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র
৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা (১৩ তলা ), ঢাকা ।
(বাংলাদেশ সচিবালয়ের উত্তর পাশে, পল্টন মোড় থেকে পশ্চিম পাশে এবং জাতীয় প্রেসক্লাব থেকে পূর্ব পাশে)
ফোন: 02-47122463, 223380225, ০১৭২৫-৫৯৯৯৮২
www.campus.org.bd
www.helal.net.bd
www.dailyneeds.com.bd
www.greaternoakhali.net.bd
www.lakshmipurbarta.net.bd