বিশেষ খবর



Upcoming Event

৩০ জুলাই, ২০২২ থেকে ক্লাস শুরু বিনামূল্যে কম্পিউটার কোর্স এর

ক্যাম্পাস ডেস্ক
img

ডায়নামিক কম্পিউটার কোর্স এর পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে ৩০ জুলাই, ২০২২ । ক্লাস হবে স্বশরীরে উপস্থিতিতে, ঢাকায় অবস্থিত ক্যাম্পাস’র নিজস্ব অডিটোরিয়ামে। জীবনমান উন্নয়ন সংক্রান্ত এরূপ বিষয়াদির নিয়মিত আপডেট পেতে যুক্ত থাকুন ক্যাম্পাস’র ফেসবুক পেজে-http://www.facebook.com/campus.org.bd/

ডায়নামিক কম্পিউটার ট্রেনিং কর্মসূচিতে এ পর্যন্ত ৫ হাজারের অধিক ছাত্র-যুবক ক্যাম্পাস থেকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছে।

কোর্সের বিষয়ঃ অপারেটিং সিস্টেম, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, বাংলা ও ইংরেজি টাইপ, ইন্টারনেট, ই-মেইল।

কোর্স-মেয়াদঃ দেড়মাস, মোট ক্লাস ২৫টি। তন্মধ্যে লেকচার ক্লাস শনিবার ও মঙ্গলবার ৪-৩০টায় এবং প্র্যাকটিক্যাল ক্লাস রবিবার ও বুধবার সকাল ৯ টা থেকে প্রত্যেকের জন্য ১ ঘন্টা করে।

কোর্স-ব্যয় ঃ কোর্স পরিচালনায় অডিটোরিয়াম ও স্টাফ ব্যয়, প্রশিক্ষকের সম্মানী এবং পানি-বিদ্যুৎ-ইউটিলিটি, আপ্যায়ন; কোর্স উদ্বোধন ও সনদ বিতরণী অনুষ্ঠান ইত্যাকার বাবদ প্রতি প্রশিক্ষণার্থীর জন্যে ব্যয় হয় প্রায় ১১,৫০০ টাকা। কিন্তু ক্যাম্পাস বিনামূল্যে এ কোর্স পরিচালনা করে আসছে বিধায় প্রশিক্ষণ বাবদ সেই অর্থ নেয়া হয় না। তবে সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীর ক্ষেত্রে এ কোর্সের প্রয়োজনীয়তা এবং কোর্স চলাকালীন তার মনযোগ ও আগ্রহের নিশ্চয়তা বিধানে অর্থাৎ প্রার্থীর Expression of Interest হিসেবে কোর্স মেটেরিয়ালস্ বাবদ মাত্র ৬০০ টাকা, চাকরিজীবীর ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা দিতে হয়।

প্রশিক্ষণার্থীর করণীয়ঃ
ক) ট্রেনিং সেন্টারের নির্ধারিত ভর্তি-ফরমে আবেদন করতে হয়। ‘আগে আসলে আগে ভর্তি’ এর ভিত্তিতে অর্থাৎ আসন খালি থাকা সাপেক্ষে বিকাল ৫টা থেকে ৮টা ক্যাম্পাস অফিসে এসে ভর্তি হওয়া যায়। তাছাড়া Bkash: ০১৭৭৭৮৪৯৪৪৪ নাম্বারে টাকা পাঠিয়ে ক্যাম্পাস’র ফেসবুক পেজ http://www.facebook.com/campus.org.bd/ থেকে ফরম নিয়ে ভর্তি হওয়া যায়।
খ) ২ কপি রঙিন পিপি ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা স্টুডেন্ট আইডি’র কপি জমা দিতে হয়।
গ) লেমিনেটেড সাদাকালো সনদ তৈরি বাবদ ১০০ টাকা কিংবা রঙিন সনদ বাবদ ২০০ টাকা কোর্স চলাকালীন জমা দিতে হয়।


বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা
ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র
৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা (১৩ তলা ), ঢাকা ।
(বাংলাদেশ সচিবালয়ের উত্তর পাশে, পল্টন মোড় থেকে পশ্চিম পাশে এবং জাতীয় প্রেসক্লাব থেকে পূর্ব পাশে)
ফোন: 02-47122463, 223380225, ০১৭২৫-৫৯৯৯৮২
www.campus.org.bd
www.helal.net.bd
www.dailyneeds.com.bd
www.greaternoakhali.net.bd
www.lakshmipurbarta.net.bd


বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সংখ্যা সমূহ


ক্যাম্পাস কতৃক বিনামূল্যে কোর্সসমূহ


নির্বাচিত সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

  • banner image
  • banner image
  • banner image
  • banner image
  • banner image
  • banner image
  • banner image

ক্যাম্পাস জ্ঞানমালা সিরিজ

সুধীজন কথামালা

আর্কাইভ

Like Us