বিশেষ খবর



Upcoming Event

নেপালের ফটো সাংবাদিকদের গণ বিশ্ববিদ্যালয় পরিদর্শন

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

নেপালের ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট- এর ১০ সদস্যসহ ১৪ সদস্যের এক ফটো সাংবাদিক দল সম্প্রতি গণ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। দলটিকে অর্ভ্যথনা জানান গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানু। এ উপলক্ষে উপাচার্যের সভাকক্ষে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেপালি ফটো সাংবাদিকের সামনে গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য, বর্তমানে চালুকৃত বিভাগ ও শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কে সংক্ষিপÍ পরিচিতি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য লায়লা পারভীন বানু। এসময নেপালের সাংবাদিকরা তাদের তোলা মাউন্ট এভারেস্টসহ বিভিন্ন ছবি উপাচার্যকে উপহার দেন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল জুবেরী, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী ও সিনিয়র সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ শওকত আলী আরমান সভায় উপস্থিত ছিলেন। পরে দলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস ঘুরে দেখেন।
বাংলাদেশ ফটো সাংবাদিক এসোসিয়েশন ও নেপালের ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টদের সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে সাতদিনের সফরে বাংলাদেশে আসে দলটি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img