বিশেষ খবর



Upcoming Event

লিডিং ইউনিভার্সিটির নয়া ভিসি ড. কবির

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়
img

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির নতুন ভিসি হিসেবে যোগদান করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ কবির হোসেন। সম্প্রতি তিনি এই পদে যোগদান করেন। খ্যাতিমান এই সিনিয়র শিক্ষক এর আগেও লিডিং ইউনিভার্সিটির প্রো-ভিসি ও ভারপ্রাপ্ত ভিসি’র দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস জানায়, প্রফেসর ড. মো. কবির হোসেন ১৯৬৬ সালে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের আমিন বাড়িতে জন্মগ্রহণ করেন।

প্রফেসর ড. মোঃ কবির হোসেন স্থানীয় পেরপেটি হাইস্কুল থেকে ১৯৮১ সালে ১ম বিভাগে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৮৩ সালে ১ম বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ১৯৮৩-৮৪ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ১ম শ্রেণিতে ২য় স্থান লাভ করেন। স্নাতক ডিগ্রির পর রাষ্ট্রপতি কর্তৃক টেলেন্টপুল স্কলারশিপ লাভ করেন তিনি। ১৯৯১ সালের জানুয়ারি মাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, ২০০৪ সালে জেএসপিএস ফেলোশিপের মাধ্যমে জাপান থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি, ২০০৫ সালে প্রফেসর পদে পদোন্নতি ও ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সিলেকশন গ্রেডের প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন সিনিয়র এই শিক্ষক।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img