বিশেষ খবর



Upcoming Event

ঢাবি প্রযুক্তি ইউনিটে অনলাইনে ভর্তি প্রক্রিয়া

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধীন ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট/কলেজ সমূহের প্রযুক্তি ইউনিটে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম অনলাইনের মাধ্যমে হবে। ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কেন্দ্রীয় ভর্তি অফিসে অনলাইনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সিন্ডিকেট সদস্য ও জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপাচার্য বলেন, এর মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার সার্বিক গুণগত মান বৃদ্ধি পাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি ইনস্টিটিউটগুলো শিক্ষা ব্যবস্থাপনায় গতিশীলতা অর্জন করবে।
ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২৫ নভেম্বর। আবেদন ফিস ৫০০ টাকা। ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ^বিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) ভর্তির সাধারণ নিয়মাবলি ও ভর্তির নির্দেশিকা পাওয়া যাবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের আওতাধীন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কলেজগুলোর আসন সংখ্যা হলো- ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ (আসন-১২০), ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ (আসন-১২০), ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (আসন-২১০), শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (আসন-৮০), সর্বমোট-৫৩০।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img