বিশেষ খবর



Upcoming Event

সাউথইস্ট ইউনিভার্সিটিতে এসেনশিয়াল স্কিলস অব ডিবেট এর উপর কর্মশালা

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

সাউথইস্ট ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাব আয়োজিত ‘এসেনশিয়াল স্কিলস অব ডিবেট’ শীর্ষক একটি কর্মশালা ৯ ডিসেম্বর ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মীর মোবাশ্বের আলী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামরুজ্জামান। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন স্কুল অব বিজনেস স্টাডিজ এর সহকারী অধ্যাপক ও এসইইউ ডিবেটিং ক্লাবের মডারেটর এম আব্দুল্লাহ আল মামুন, আইন ও বিচার বিভাগের শিক্ষক কাজী পারভেজ জীবন এবং এসইইউ ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট এবং আইন ও বিচার বিভাগের ছাত্র মোঃ তানভীর নিয়াজ শাকিল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের সিনিয়র লেকচারার জুবাইদা গুলশান আরা এবং এসইইউ ডিবেটিং ক্লাবের নির্বাহী সদস্যবৃন্দ। বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img