এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পক্ষ থেকে ১৬ জানুয়ারি মালয়েশিয়া পেরাক রাজ্যের চিফ মিনিস্টার দা’তো শ্রী ডি রাজা ড. জাম্ব্রী আব্দুল কাদিরকে রাজ্যের দারিদ্র্য বিমোচনে সফল ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আয়েশা মিলনায়তনে মালয়েশিয়ান চিফ মিনিস্টার এর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন এইউবি’র প্রতিষ্ঠাতা এবং উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
একই সাথে সহযোগী সংগঠন ‘ইয়াইআসান বিনা উপাইয়া (ওয়াই বি ইউ) কে সম্মাননা সনদ ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ওয়াই বি ইউ এর পক্ষে অ্যাওয়ার্ড এবং সনদ গ্রহণ করেন দা’তো সাআরনি মুহাম্মদ।
প্রধান অতিথি চিফ মিনিস্টার দা’তো শ্রী ডি রাজা ড. জাম্ব্রী আব্দুল কাদির অ্যাওয়ার্ড গ্রহণকালে বলেন, এশিয়ান ইউনিভার্সিটি’র এ অ্যাওয়ার্ড প্রাপ্তি আমার জন্য গৌরবের।
এইউবি ভিসি ড. সাদেক বলেন, ছাত্র যখন বড় হয় তখন শিক্ষকের মন ভরে যায়, শিক্ষক জীবন সার্থক হয়। তিনি বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ওয়াই বি ইউ এর মডেল পর্যবেক্ষণ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই মডেল অনুসরণের আগ্রহ প্রকাশ করেন।