বিশেষ খবর



Upcoming Event

বাজেটে প্রতিবন্ধীদের শিক্ষা-উন্নয়ন বিষয়টিকে অধিকারের ভিত্তিতে দেখতে হবে -চবি উপাচার্য

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

প্রতিবন্ধী মানুষের সংখ্যার অনুপাতে বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ রাখার যে দাবী উঠেছে তা অত্যন্ত যৌক্তিক। বাজেটে অন্তর্ভূক্তি মূলক প্রবৃদ্ধি (Inclusive Growth) এর কথা থাকলেও কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তিকরণের কোনো নির্দেশনা নেই। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে গুরুত্বপূর্ণখাতে কোনো বাজেট বরাদ্দ নেই যেমন- শিক্ষা ও কারিগরি প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ, ব্রেইল, পাঠ্যপুস্তক ও শিক্ষাসহায়ক উপকরণ ইত্যাদি প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী করতে পর্যাপ্ত প্রয়োজনীয় বাজেট বরাদ্দ থাকেনা। বাজেট প্রণয়নে প্রতিবন্ধীদের বিষয়টিকে কল্যাণের দৃষ্টিতে না দেখে অধিকারের ভিত্তিতে দেখতে হবে। সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবে ডিজএ্যাবিলিটি রাইট্স ফন্ড এর সহযোগিতায় ইপসা, অ্যাকসেস বাংলাদেশ ও ফেডারেশন অব ডিপিও সীতাকুন্ড কর্তৃক আয়োজিত প্রতিবন্ধীবান্ধব জাতীয় বাজেট ২০১৬-১৭ শীর্ষক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী একথা বলেন। ইপসা’র পরিচালক মাহবুবুর রহমানের সভাপতিত্বে পরামর্শ সভায় অ্যাকসেস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, উপ-উপাচার্য ড. শিরীন আক্তার, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক বন্দনা দাস, ইপসার প্রোগ্রাম ম্যানেজার ভাস্কর ভট্ট্যাচার্য।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img