সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২শত কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাসসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকউজ্জামানের সভাপতিত্বে ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টসহ অন্যান্য বিভাগীয় প্রধানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য খুবি’র উন্নয়ন প্রকল্পের কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য তদারকী জোরদারের কাজে তিনি শিক্ষকদেরকে সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ। এখান থেকে সমাজ, দেশ ও জাতি অনেক কিছু আশা করে। বিশ্ববিদ্যালয় নৈতিক মূল্যবোধ, বিবেক ও মনন গঠনের লালনক্ষেত্র। এখানে যাতে অনিয়ম, অস্বচ্ছতা প্রশ্রয় না পায়। তিনি বলেন, আমরা প্রত্যেকে যদি স্ব স্ব কাজে স্বচ্ছ থাকি তা হলে অনিয়ম দুর্নীতি প্রতিরোধ বা প্রতিবাদের সাহস ও শক্তি যোগাবে।