বিশেষ খবর



Upcoming Event

সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করে চীনের উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে একাধিক সাফল্য অর্জন করেছে। এদের মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত মোঃ আনোয়ার জাহিদ সেরা বিদেশী শিক্ষার্থী হিসেবে সম্প্রতি উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় সমাবর্তনে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েছে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী শাকিল মাহমুদ পিএইচডি প্রোগ্রামের জন্য নেদারল্যান্ডস এর ম্যাসট্রিখট ইউনিভার্সিটিতে ‘হল্যান্ড ইউএমএইচপি’ পূর্ণ বৃত্তি, ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সে ‘সিএএস-টিডব্লিউএস প্রেসিডেন্ট ফেলোশিপ-২০১৬’ এবং সাংহাই জিয়াওটং ইউনিভার্সিটিতে ‘সাংহাই গভর্মেন্ট স্কলারশিপ-২০১৬’ লাভ করেছে।
১৩ তম ব্যাচের নাহিদ পারভেজ স্কটল্যান্ডের হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটিতে পূর্ণ বৃত্তি, ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সে ‘সিএএস-টিডব্লিউএস প্রেসিডেন্ট ফেলোশিপ-২০১৬’ এবং ইউনিভার্সিটি অব ম্যাকাওয়ে সরকারি বৃত্তি লাভ করেছে।
৫ম ব্যাচের মোঃ আহসান হাবীবও ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সে ‘সিএএস-টিডব্লিউএস প্রেসিডেন্ট ফেলোশিপ-২০১৬’ লাভ করেছে। পাশাপাশি ১৩ তম ব্যাচের আশরাফুল ইসলামের কর্মসংস্থানের সুযোগ এসেছে চীনের এনআইসিসি কেমিকেল কোম্পানীতে।
এ ছাড়া সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়ন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ শিবলী মোল্লা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সৌজন্যে অরল্যান্ডোর ভ্যালেন্সিয়া কলেজে ‘কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড ২০১৬-১৭’ বৃত্তি লাভ করেছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img