বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিভিন্ন অনুষদের ডিন, ১৮টি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী প্রক্টরবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপাচার্য মহোদয় সবার সম্মিলিত প্রয়াসে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ধর্মের নামে উগ্রতা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইতোমধ্যেই সিসি ক্যামেরার আওতায় এসেছে, অচিরেই ৩টি হলসহ অন্যান্য ভবনগুলোও সিসি ক্যামেরার আওতায় আসবে। এছাড়া প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বারকোড সম্বলিত ডিজিটাল আইডি কার্ড দেয়া হবে এবং বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে প্রত্যেকেই এই আইডি কার্ড গলায় পরে রাখার নির্দেশনা প্রদান করেন। একই সাথে ক্যাম্পাসে আগত দর্শনার্থীদের রেজিস্টার খাতায় নাম লিপিবদ্ধ করারও নির্দেশনা দেন।