নানা অনুষ্ঠান, সদস্যদের তথ্য ও নতুন সদস্য গ্রহণ প্রক্রিয়াসহ সামগ্রিক কর্মকান্ড অনলাইনে পরিচালনার জন্য নতুন ওয়েবসাইট চালু করলো ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি।
সম্প্রতি ওয়েবসাইটটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এসময় তিনি বলেন, যাত্রা শুরুর পর থেকেই ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি খুবই সক্রিয়ভাবে কাজ করে চলেছে। বর্তমানের ইন্টারনেটের যুগে ডিইউসিএস-এর ওয়েবসাইট চালুর উদ্যোগটি প্রশংসনীয়। ওয়েবসাইটটি দেখে বুঝেছি তারা অনেক গুরুত্বের সাথে এটি তৈরি করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিইউসিএস-এর মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী, সহ-সভাপতি সাহস মুস্তাফিজ, সাধারণ সম্পাদক আহসান রনি এবং সোসাইটির সদস্যবৃন্দ।