বিশেষ খবর



Upcoming Event

চুয়েটে স্থাপত্য উৎসব

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, সৃষ্টিশীল সুন্দর ধারণা গড়তে স্থপতিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থপতির নিপুণ হাতের ছোঁয়ায় যে কোনো কিছু সুন্দর হয়ে ওঠে। তাই সভ্যতার পথচলায় স্থপতিদের অবদান সবসময় গুরুত্বপূর্ণ। চুয়েট’র স্থাপত্য বিভাগের মেধাবী ছাত্র-ছাত্রীরা নিজেদের সৃষ্টিশীলতার বিকাশের মাধ্যমে আরো আরো অনেকদূর এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।
তিনি সম্প্রতি চুয়েট’র স্থাপত্য বিভাগ আয়োজিত ‘স্থাপত্য উৎসব-২০১৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চুয়েট’র কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘আর্কিটেকচার ডে-২০১৬’ উপলক্ষে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে বিভিন্ন স্থাপত্যশৈলীর প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা প্রভৃতি অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে চুয়েট’র স্থাপত্য বিভাগ সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img