চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, আমরা এ বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ার অগ্রযাত্রায় আছি। এ বিশ্ববিদ্যালয়ের পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমরা ইতোমধ্যে অনেকদূর এগিয়েছি। আমরা এখন সুনাম ও মর্যাদার সাথে চুয়েটকে সবখানে তুলে ধরতে পারছি। চলমান অগ্রযাত্রায় শিক্ষকগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, শিক্ষা-গবেষণায় আরো উৎকর্ষ আনতে শিক্ষকগণ সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আমাদের বিশ্বাস।
তিনি পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত চুয়েট’র বিভিন্ন বিভাগে উচ্চতর ডিগ্রি সম্পাদনকারী এবং পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকগণকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার (অতিঃদায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া।