কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ উচ্চ শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ‘স্টেপ টু নর্থ আমেরিকা’ শীর্ষক প্রোগ্রাম চালু করা হয়েছে। এর মাধ্যমে কানাডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহজেই কানাডা ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিগুলোতে ক্রেডিট ট্রান্সফার করতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি সম্প্রতি এ প্রোগ্রামের উদ্বোধন করেন। প্রোগ্রামটি সফল করতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ইতোমধ্যেই উত্তর আমেরিকার ৬টি ইউনিভার্সিটির সঙ্গে যৌথ শিক্ষাকার্যক্রম পরিচালনার চুক্তি সম্পন্ন করেছে। ইউনিভার্সিটিগুলো হলো- কানাডিয়ান এডুকেশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, মুডি’স সেইন্ট জর্জ ইউনিভার্সিটি, ইউনিভার্সিডাড টেকনোলজিকা ডি কানকুন, ল্যাম্বটন কলেজ ইউনিভার্সিটি, ক্যাম্ব্রিয়ান কলেজ ইউনিভার্সিটি ও লরেন্টিয়ান ইউনিভার্সিটি। এছাড়াও এ্যাসোসিয়েশন টু এ্যাডভান্সড কলেজিয়েট স্কুল অব বিজনেস (এএসিএসবি) এর সদস্য হিসেবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশে^র ৩৩ হাজার ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত হয়েছে।