বিশেষ খবর



Upcoming Event

হাবিপ্রবিতে জঙ্গিবাদ বিরোধী পোস্টার অভিযান

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক পোস্টার সাঁটানো অভিযানের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ রুহুল আমিন ও দিনাজপুর পুলিশ সুপার মোঃ হামিদুল আলম। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, দেশ ও সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ দূর করতে পুলিশ প্রশাসনের এ উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করবো পুলিশ প্রশাসন এ অপশক্তিকে সমূলে উৎখাত করতে পারবে। জঙ্গিবাদ নির্মূলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img