লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের উদ্যোগে এবং মাইক্রোসফট করপোরেশনের সরাসরি তত্ত্বাবধানে সম্প্রতি ইউনিভার্সিটির হলরুমে ‘মাইক্রোসফট ইমাজিন’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের সুবিধার্থে মাইক্রোসফট কি কাজ করতে পারে এবং কিভাবে শিক্ষার্থীরা মাইক্রোসফট এর সাথে সংযোগ স্থাপন করে নিজেদের উন্নতি সাধন করতে পারে তার উপর আলোকপাত করা হয়। লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং কর্মকর্তাগণ মাইক্রোসফট এর সকল পণ্য বিনামূল্যে ব্যবহার করার, মাইক্রোসফট এর অধীনে ইন্টার্নশীপ করার সুযোগ, মাইক্রোসফট সুপারভাইজর এর অধীনে সফটওয়ার ডেভেলপমেন্টসহ মাইক্রোসফট উদ্যোগে আয়োজিত বছরব্যাপী বিভিন্ন সেমিনার ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এই অনুষ্ঠানের মধ্যদিয়ে তারই সূচনা হলো। অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লিডিং ইউনিভার্সিটির জন্য এমন সময়োপযোগী সুযোগ প্রদান করার জন্য মাইক্রোসফট করপোরেশনকে ধন্যবাদ জানান।