বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একাডেমিক ভবন-২ এর ৩য় তলায় একটি লাউঞ্জ নির্মাণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক নবনির্মিত এ লাউঞ্জ উদ্বোধন করেন। এ সময়ে ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেষ্টাগণ, শিক্ষকমন্ডলী এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ক্যাম্পাসে ইতিপূর্বে কোনো ধরনের শিক্ষক লাউঞ্জ ছিল না। শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মাননীয় উপাচার্য মহোদয়ের নির্দেশে এ লাউঞ্জটি নির্মাণ করা হয়। এর মাধ্যমে শিক্ষকদের একটি দীর্ঘদিনের দাবি পূরন হলো।