ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘৫ম জাতীয় কম্পটেক ফেসটিভ্যাল’ এর উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের পান্থপথ ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর চেয়ারম্যান, অধ্যাপক আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপÑউপাচার্য, অধ্যাপক ড. নুরুল ইসলাম; বিশিষ্ট প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার; বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, মোর্শেদা চৌধুরী এবং প্রথম আলো ইয়থ প্রোগ্রামের কো-অর্ডিনেটর, মুনির হাসান। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারী, ড. মুুশফিক চৌধুরী।
উৎসবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়, উভয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আইটি অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, রোবটিক্স কনটেস্ট, প্রোজেক্ট শোকেসিং, গেমারদের জন্য গেমিং প্রতিযোগিতা, প্রোগ্রামারদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা, সেমিনার এবং ওয়ার্কশপ এর ব্যবস্থা করা হয়।