বিশেষ খবর



Upcoming Event

দ্বীপাঞ্চলে শিক্ষার আলো ছড়াতে হবে -বাণিজ্যমন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দ্বীপাঞ্চলের অবহেলিত ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। আর এ জন্য জোর দিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে না।
সম্প্রতি ভোলার ঢালচরে বশারতউল্লাহ চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ আমরা কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নাজিমউদ্দিন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সাবেক সচিব আ. মহিত চৌধুরী, শাহ মোহাম্মদ ফরিদ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img